Wednesday, December 24, 2008

দন্ধ

আজ অনেক কিছু মাথায় ঘুরছে,সব তো লিখে উঠতে পারছিনা,তাই কিছুতেই শান্তি পাচ্ছিনা।আমরা কী শুধুই দর্শক হয়ে থাকব,কিন্তু এভাবে আর কতদিন?
শুরুটা কী ভবে করব সেটাই হল আসল ----------------।
প্রতিদিন পেপার নিয়ে সকালে বসলে ,এটাই মনে হয় সত্যিইকী আমরা কিছুই করতে পারিনা , কিছুই কী আমাদের হাতে নেই ?
মুম্বাইয়ে এতগুলো মানুষ চোখের সামনেএকমূহুর্তে শেষ হয়ে গেল , আমাদের কী সত্যি কিছু করার নেই। আমরা খুব ভালো দর্শক এতে তো কোন সন্দেহও নেই।
বা ধরো, এই যে নেতারা যে কিছুর কারনে বন্ধ ডাকে । কী হয় এতে ? সাধারন মানুষের হয়রানি ছারা । সমস্যা যা তা সেখানেই থাকে ।তবুও আমরা চুপ !!!!!! আর এখন তো , সাধারন মানুষ হয়রানির ভয়ে রাস্তায় বেরোচ্ছেনা আর বন্ধ সার্থক হচ্ছে।
আবার ধরতে পারো আমাদের দেশের মেয়েদের , আমরা জাহির করি আমরা আমাদের আনেক উন্নত করেছি।আমাদের চিন্তা ,আমাদের ধ্যানধারনা ইত্যাদি ইত্যাদি............।কিন্তু তাহলে কেন এখন প্রতিদিন এত মেয়ে ভ্রণ হত্যা হচ্ছে , বা এত বধু হত্যা হচ্ছে বা এত মেয়ে তার সব কিছু ,মান সম্মান এক মূহুর্তে হারিয়ে ফেলছে ।

Tuesday, December 23, 2008

আজ তারিখটা হল ২৪শে ডিসেম্বর,কাল কেক খাওয়ার দিন।আমার ছোটোবেলাতেও এই দিন পরিপাটি ছিলনা।এখন তো দিনের মধ্যদিয়ে কত কী বলা চলে ,যেমন ধর-----তুমি আমার কাছে সবচেয়ে special বা ধর,আজ হল ভালবাসার দিন ।এছারাও তো র‌য়েছে সচেতনতার দিন,এইডস্ দিবস বা পরিবেশ দিবস আরো কত কী। মায়ের দিন , মেয়েদেরদিন,বাচ্চার দিন,আরো কত কী!!!!!!! কিন্তু এগুলো কেন করা হল , উদ্দ্যশই বা কী????নাকী শুধুই পালন করার জন্য???? এই প্রশ্ন নিয়েই আজ আমি তোমাদের কাছে ।

Monday, November 19, 2007

প্রায়,ত্রিশ মিনিট হল , এক লাইনও লেখা হয়নি এতক্ষনে । খুব রাগ হচ্ছে , যার উপরে তা তোমাদের এখন বলছিনা , তোমরাদের একটা সাধারন মেয়ের কিছু কথা লিখতে চলেছি , কিন্তু জানিনা কিভাবে শুরু করবো, তাই তোমরা ক্ষমা করে দিও যদি কিছু ভুল হয়। রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা "সাধারন মেয়ে"-কবিতাটি আজ খুব মনে পরছে । যেখানে লেখক মেয়েটিকে নিয়তির হাতে ছেরে দিয়েছিল । কিন্তু আমি লিখলে মেয়েটাকে ওর স্বপ্ন ,একেবারে ওর করে দিতাম । "স্বপ্ন" - এই শব্দটা বরো পরের শব্দ,যাকে একেবারে ছোয়া যায়না,ধরা যায়না,যে শুদু থাক দূরে দূরে, অনেক দূরে, বহু দূরে। । । ।
মেয়েটি জানে সেটা । কিন্তু সে কি করবে, ও যে স্বপ্নকে নিয়ে বাঁচতে চায় ---------------------

Thursday, November 15, 2007

আজ এই সন্ধ্যায়


মনে যে ঠিক কি বলতে চাইছে,তা আমি ঠিক বুঝে উঠতে পারছিনা। তবে একটা দারুন খবর আছে, খবরটাই আজ বলি---------- আমি থাকি ফ্ল্যাটে, অবশ্য এটা খবর নয়। ফ্ল্যাট-টা কোলকাতায়, এটাও খবর নয়। এখানে থাকতে আমার একদম ভাল লাগেনা, এটাও নয়। খবরটা হল, , ,এখানে একটা কুকুরের ছোটো ছোটো তিনটে বাচ্চা হয়েছে, কিযে মিষ্টি ওদের দেখতে, একটা হল সাদা, একটা কালো আরেকটা হল দুটোর মিশ্রন। কমপ্লেক্সের গেট থেকে আমার ফ্ল্যাটে আসতে আসতে ওদের কে কিছুক্ষন আদর করলাম,ওদের বিস্কুট খেতে দিয়েছিলাম, কিন্তু ওরা খায়নি------ ওরা খুব ছোট যে------------------- আজ আমি যখন প্রতিদিনের মত মন খারাপ করে গালফুলিয়ে ফিরছিলাম তখন ওরা কিছুক্ষনের মধ্যে আমাকে স্মরন করিয়ে দিল, এখানেও প্রান আছে। । । । ।

Tuesday, November 13, 2007

।১৩ই নভেম্বর।

আজ দিনটা বরই অদ্ভুত।।।তাই আজকের লেখার শুরুটা এ ভাবেই করলাম। আবার আজ থেকেই আমার লেখা শুরু হল। আনেক আগে ডাইরি লিখতাম , মাঝে একেবারেই লেখা হয়ে ওঠেনি।আজ থাক এই পর্যন্ত,ভাল লাগছেনা কিছু

Monday, November 12, 2007

ছোটো বেলা


আজ বেশী কিছু লিখবনা , আজ শুধু দেখাব-----------------------